ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে

বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:০৭, ১২ আগস্ট ২০১৭

বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোর হলো বগুড়ার আয়োজনে নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়। বগুড়ার জেলা পরিষদের দ্বিতীয়তলায় অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করে বগুড়া থিয়েটার এবং কলেজ থিয়েটার। এ উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবদুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ বগুড়ার চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহসভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের সহসভাপতি পলাশ খন্দকার, ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হক, কাহালু থিয়েটারের মুনসুর রহমান তানসেন, কলেজ থিয়েটার সারিয়াকান্দির সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ, বগুড়া থিয়েটারের সদস্য মাসুদ করিম, আমজাদ শোভন, সুপিন বর্মণ, কলেজ থিয়েটার বগুড়ার সাইফুল ইসলাম, ফিরোজুল ইসলাম, রবিউল ইসলাম, কেএম আশিক, রাসেল মিয়া জাদু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটার বগুড়ার সিনিয়র সহসভাপতি সিজুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বেলাল উদ্দিন আহমদ এবং রেহেনা আমিন শিল্পী। আলোচনা শেষে বিজয়ীদের ক্রেস্ট এবং সকল অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় জেলার ১২টি উপজেলার চারটি বিভাগের বিজয়ীরা এখানে অংশ নেয়। জেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারীরা রাজশাহীতে ১২ আগস্ট বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে ১৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেবে।
×