ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরগুনায় সাগরে মাছ ধরা ট্রলারডুবি

প্রকাশিত: ০৫:৪৪, ১২ আগস্ট ২০১৭

 বরগুনায় সাগরে মাছ ধরা  ট্রলারডুবি

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১১ আগস্ট ॥ ভারি বর্ষণ ও প্রচ- ঢেউয়ের আঘাতে বঙ্গোপসাগরে এটি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে লালদিয়ার নিকটবর্তী সাগরে এফবি নাসির উদ্দিন নামক ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা জেলেরা সাঁতার কেটে তীরে পেঁৗঁছতে সক্ষম হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি ও জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি। ডুবে যাওয়া ট্রলারের মালিক সাবেক ইউপি সদস্য ছগির হোসেন দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লালদিয়ার নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে জানান, অন্য একটি মাছ ধরা ট্রলার থেকে প্রথমে আমাকে জানায় প্রচ- ঢেউয়ের আঘাতে এফবি নাসির উদ্দিন ডুবে গেছে। সকাল থেকে অন্য একটি ট্রলারে লোকজন নিয়ে সাগরে অনেক খোঁজাখুঁজির পর ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাই। আমাদের বহন করা ট্রলার এবং ডুবে যাওয়া ট্রলারের গায়ে দড়ি বেঁধে তীরে আনার চেষ্টা করছি। ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, তেল, বরফ, ১৫ দিনের বাজার সব মিলিয়ে তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
×