ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের কেউ পার পাবে না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫০, ১২ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের কেউ পার পাবে না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যারা পালিয়ে আছে তারা কেউ রক্ষা পাবে না। প্রত্যেকের সাজা বাংলার মাটিতে কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকসহ পুরো পরিবার খুনের পর ২১ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে জিয়াউর রহমান খুনীদের বিচার হতে দেয়নি। আজ সুদিন এসেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ফের ক্ষমতায় গেলে পলাতক খুনীরা কেউ রেহায় পাবে না। শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, ১৫ আগস্টের হত্যাযজ্ঞ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান তারা ধানম-ির ৩২ নম্বরে যাবেন। কি নির্মম ভাবে জাতির জনককে ওরা খুন করেছিল সে ইতিহাস সেখানে লিপিবদ্ধ আছে। মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় ও সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শোক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ৩৪ বছর বয়সে এই দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের মন্ত্রিসভা থেকে ইস্তেফা দিয়েছিলেন। তিনি যদি নিজের স্বার্থকে বড় করে দেখতেন তাহলে ওই বয়সে তার নেতৃত্ব ত্যাগ করার কথা নয়। তিনি যা করেছেন তা এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে করেছেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, পাকিস্তানীরা বারবার বঙ্গবন্ধুকে নিগৃহীত করলেও হত্যা করেনি। অথচ বাংলাদেশের বিপথগামীরা জাতির জনককে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এই দেশকে কলঙ্কিত করেছে। আগামী ২০১৯ সালের নির্বাচনে নৌকা বিজয়ী হলে এই দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। কিভাবে জামায়াত-বিএনপিরা তা-ব চালিয়েছিল। এবারও নির্বাচন শুরু হওয়ার দুই বছর আগে থেকেই তারা চক্রান্ত শুরু করেছে। তাদের প্রতিহত করতে হবে। জনগণ সরকারের সঙ্গে রয়েছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আ’লীগ নেতা আব্দুল গনি, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা প্রমুখ।
×