ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিপিএলে জিতলেন সাকিব, খেলেননি মিরাজ

প্রকাশিত: ০৬:৩১, ১১ আগস্ট ২০১৭

সিপিএলে জিতলেন সাকিব, খেলেননি মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল টি২০) শেষ পর্যন্ত না বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য দীর্ঘশ্বাসই নিয়ে আসে। ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলতে গেছেন মিরাজ। কিন্তু ত্রিনবাগো তিনটি ম্যাচ খেলে ফেললেও মিরাজের একাদশে নাম নেই একটি ম্যাচেও। ম্যাচ খেলার অপেক্ষা বেড়েই চলেছে মিরাজের। সাকিবের অবশ্য সে রকম কোন অভিজ্ঞতা নেই। তিনি জ্যামাইকা তালাওয়াহসের নির্ভরযোগ্য অলরাউন্ডার। প্রতিটি ম্যাচ খেলছেন। ত্রিনবাগোর বিপক্ষে ম্যাচটিতে আবার ৪ উইকেটে জিতেছেও সাকিবের দল জ্যামাইকা। সাকিব ও মিরাজের দল তিনটি করে ম্যাচ খেলেছে। দুই দলই দুটি করে ম্যাচে জিতেছে। একটি করে ম্যাচে হেরেছে। বৃহস্পতিবার সাকিব ও মিরাজের দলের মধ্যকার ম্যাচ ছিল। তাতে জয়ী দল হয়েছে সাকিবের জ্যামাইকা তালাওয়াহস। সাকিব অবশ্য ম্যাচটিতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। ব্যাট হাতে ১৬ রান করলেও বল হাতে ১ ওভার বল করে কোন উইকেট নিতে পারেননি। আর মাত্র ৫দিন বাকি। ১৫ আগস্টের মধ্যে মিরাজকে দেশের মাটিতে থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার উদ্দেশে যে প্রস্তুতি চলছে তাতে যোগ দিতে হবে। এই সময় পর্যন্ত মিরাজের হাতে আছে আর দুটি ম্যাচ। যদি সেই ম্যাচগুলোও না খেলতে পারেন তাহলে ম্যাচ না খেলার অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরতে হবে মিরাজকে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে গিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা হবে না মিরাজের? সেই প্রশ্নই উঠছে। এরআগে টানা দুই ম্যাচ জেতায় উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি ত্রিনবাগো নাইট রাইডার্স। যেহেতু একটি ম্যাচ হার হয়েছে। তাই এবার মিরাজের সুযোগ ধরা দিতেও পারে। রবিবার যে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ম্যাচ রয়েছে মিরাজের দলের, সেই ম্যাচেই হয়তো মিরাজকে দেখা যেতে পারে। সেই আশাই এখন করা হচ্ছে। এই সময় পর্যন্ত সাকিবও ওয়েস্ট ইন্ডিজে থাকবেন। সাকিবের আর কোন ম্যাচ ১৫ আগস্টের আগে নেই। তাহলে তো সাকিবের ত্রিনবাগোর বিপক্ষে ম্যাচটিই শেষ ম্যাচ হয়ে যাওয়ার কথা। তবে সাকিবের বেলাতে ১৫ আগস্টের ধরাবাঁধা কোন হিসেব নেই। যতদূর জানা গেছে আরও কয়েকদিন ছুটিতে থাকছেন সাকিব। বিসিবি থেকে সেই অনুমতি পেয়েছেনও। সাকিব চাইলে ১৬ আগস্ট ম্যাচটি খেলতে পারেন। এরপর সাকিবের কয়েকদিন যুক্তরাষ্ট্রে থাকার কথাও রয়েছে। ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দল আসবে বাংলাদেশে। ১৯ অথবা ২০ আগস্টের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলও ঘোষণা হয়ে যেতে পারে। সেই দল ঘোষণার পর যে চূড়ান্ত দল নিয়ে অনুশীলন শুরু হবে সেই অনুশীলনে যোগ দেবেন সাকিব। কিন্তু সিপিএলে ম্যাচ খেলার অপেক্ষা দিনদিন বেড়েই চলা মিরাজকে ১৫ আগস্টের মধ্যেই দেশে থাকতে হবে।
×