ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পানি সম্মেলন সমাপ্ত

প্রকাশিত: ০৫:৫৯, ৩১ জুলাই ২০১৭

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে  পানি সম্মেলন সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ টেকসই উন্নয়নের (এসডিজি-২০৩০) লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন। সম্মেলনের শেষ দিনে রবিবার বিকেলে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, পানিদূষণ রোধ, লবণাক্ততা দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসংক্রান্ত ঢাকা ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে শুরু হয় আন্তর্জাতিক পানি সম্মেলন। আন্তর্জাতিক এ সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, পলিসি মেকার, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ উন্নয়ন সহযোগী, দেশীয় এবং আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করে। পানিসংক্রান্ত সমস্যার সমাধানে ঢাকা ঘোষণায় বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অথচ নিরাপদ পানিপ্রাপ্তির নিশ্চয়তা কমছে। দ্রুত নগরায়ন, পানির অপরিমিত ব্যবহার, পানিদূষণ, লবণাক্ততা, পানিসংক্রান্ত অর্থনৈতিক কর্মকা- পরিচালনার কারণেই নিরাপদ পানিপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করা সম্ভব হচ্ছে না। রবিবার পানি সম্মেলনের শেষ দিনে পানিসংক্রান্ত একাধিক সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর বাস্তবায়নে বিশ্বের ৭শ’ কোটি মানুষের বিশুদ্ধ ও নিরাপদ পানি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বে বর্তমানে ৭শ’ কোটিরও অধিক জনসংখ্যার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঢাকা পানি সম্মেলন জাতিসংঘের এসডিজি-৬ বাস্তবায়নের ক্ষেত্রে গৃহীত নীতি ও কৌশলসমূহ, ধনী-দরিদ্র বৈষম্য হ্রাস, নারী ও শিশুদের স্যানিটেশন নিশ্চিত করতে সমান ভূমিকা রাখবে।
×