ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ আনোয়ার হোসেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ থাকছে অধ্যায় ৪ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা। বায়ু প্রশ্ন ১। বায়ু কী? উত্তর : বায়ু এক ধরনের মিশ্র পদার্থ। প্রশ্ন ২। কী ছাড়া জীব বেঁচে থাকতে পারে না? উত্তর : বায়ু। প্রশ্ন ৩। উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে? উত্তর : কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন ৪। বায়ুপ্রবাহের সাহায্যে কিভাবে বিদুৎ উৎপাদন করা হয়? উত্তর : বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে। প্রশ্ন ৫। চিপস এর প্যাকেটে কী গ্যাস থাকে? উত্তর : নাইট্রোজেন। প্রশ্ন ৬। বিভিন্ন কোমল পানীয়তে কী গ্যাস ব্যবহার করা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন ৭। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন দূষণ হয়? উত্তর : বায়ু দূষণ। প্রশ্ন ৮। অগ্নি নির্বাপক যন্ত্রে কী গ্যাস ব্যবহার করা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড প্রশ্ন ৯। নদীতে পাল তোলা নৌকা চলে। এখানে কিসের ব্যবহার হয়েছে? উত্তর : বায়ুপ্রবাহের। প্রশ্ন ১০। শ্বাসকষ্টের রোগী, ডুবুরী ও পর্বতারোহীকে কোন গ্যাস সরবরাহ করা হয়? উত্তর : অক্সিজেন। প্রশ্ন ১১। বায়ুর দুটি উপাদানের নাম লেখ। উত্তর : অক্সিজেন ও নাইট্রোজেন। প্রশ্ন ১২। বায়ুবাহিত দুটি রোগের নাম লেখ। উত্তর : ফুসফুসের ক্যান্সার ও বসন্ত। প্রশ্ন ১৩। কোমল পানীয়তে ঝাঁঝালো স্বাদ পাওয়া যায় কেন? উত্তর : কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানোর ফলে। প্রশ্ন ১৪। বায়ু দূষণ প্রতিরোধের দুটি উপায় লেখ। উত্তর :বায়ু দূষণ প্রতিরোধের দুটি উপায় হলো- (১) ময়লা আবর্জনা পরিষ্কার করে ও (২) গাছ লাগানোর মাধ্যমে। প্রশ্ন ১৫। জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে কি গ্যাস বায়ুতে নির্গত হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন ১৬। এসিড বৃষ্টি কোন দূষণের ফল? উত্তর : বায়ু দূষণের। প্রশ্ন ১৭। এসিড বৃষ্টি কী? উত্তর : জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে ও কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তাই এসিড বৃষ্টি।
×