ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউরো মহিলা ফুটবল

কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া-ফ্রান্স

প্রকাশিত: ০৬:২৬, ২৮ জুলাই ২০১৭

কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া-ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরো মহিলা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া এবং ফ্রান্স। বুধবার সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেও টুর্নামেন্টের শেষ আটের টিকেট কাটে ফ্রান্স। দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়া ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দেয় তুলনামূলক খর্ব শক্তির দল আইসল্যান্ডকে। সেইসঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। ড্র করার পরও শেষ আটে দশ জনের দলে পরিণত হওয়া ফ্রান্স। যে কারণেই দারুণ সন্তুষ্ট ফ্রান্সের কোচ অলিভিয়ের ইচোয়াফনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বাস করেন, শেষ আটে জায়গা করে নিতে পেরে আমরা খুবই সন্তুষ্ট। বলতে পারেন দশজনের দল নিয়ে অবিশ্বাস্য একটা ম্যাচ জিতলাম আমরা।’ ফরাসীদের বিপক্ষে হেরে তো চরম হতাশ সুইজারল্যান্ড। ম্যাচ শেষে দেশটির কোচ মার্টিনা ভোস টেকলেনবার্গ বলেন, ‘সবদিক দিয়েই ম্যাচে আমরা অসাধারণ পারফর্ম করেছি। আমরা তো ফ্রান্সকে হারানোর খুব কাছাকাছি পর্যায়েই পৌঁছে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই আমরা একটা গোল হজম করে ফেলি। আমি মনে করি এই হার থেকেই আমাদের মেয়েরা অনেক কিছু শিখতে পারবে।’ এদিকে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে তৃপ্ত অস্ট্রিয়াও। এ প্রসঙ্গে কোচ ডোমিনিক থালহামার বলেন, ‘ম্যাচের বেশিরভাগ সময়েই আমাদের নিয়ন্ত্রণ ছিল আজ। অস্ট্রিয়ার মেয়েদের ফুটবলের জন্য এটা চমৎকার একটি দিন। আমি বলব সমগ্র অস্ট্রিয়ার ফুটবলের জন্যই এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। এখন আমাদের লক্ষ্য আরও দূর যাওয়া অবশ্যই এখানে যে কোন কিছুই ঘটতে পারে।’
×