ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

গুগলকে ইউরোপিয়ান কমিশনের জরিমানা

প্রকাশিত: ০০:৩৫, ২৭ জুন ২০১৭

গুগলকে ইউরোপিয়ান কমিশনের জরিমানা

অনলাইন ডেস্ক ॥ নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে গুগলকে ২.৪ বিলিয়ন ডলারের জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন। গুগলের বিরুদ্ধে অভিযোগ, জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি গ্রাহকের সার্চ রেজাল্টে তাদের নিজেদের পণ্যগুলো অতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রথমদিকে দেখানো হয়। ফলে গ্রাহক বিভ্রান্তিতে পড়ে। ইউরোপিয়ান কমিশনের কম্পিটিশন কমিশনার মার্গ্রেট ভেস্তাগার বলেন, 'গুগল যেটা করছে এটি কোনভাবেই কমিশনের নীতিসিদ্ধ নয়। অন্যান্য বাজারে এর বিরুপ প্রভাব পড়ছে।' বাজারে বিশৃঙ্খলতা তৈরীর অভিযোগে ইউরোপিয়ান কমিশন আরোপিত জরিমানার মধ্যে এটাই সর্বোচ্চ। আদেশটিতে আরো বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে গুগল তাদের নীতিমালা পরিবর্তন না করলে পুনরায় অতিরিক্ত জরিমানা করা হবে।
×