ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝুঁকিপূর্ণ লঞ্চের ফিটনেস বাতিলের সুপারিশ

প্রকাশিত: ০৮:২৬, ২১ জুন ২০১৭

ঝুঁকিপূর্ণ লঞ্চের ফিটনেস বাতিলের সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বেশ কিছুসংখ্যক ত্রুটিপূর্ণ লঞ্চকে বার্ষিক সার্ভে (ফিটনেস সনদ) দেয়া হয়েছে। ৪০ বছরের বেশি পুরনো এসব লঞ্চ নৌ নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার বিকালে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির এক জরুরী সংবাদ ব্রিফিংয়ে কমিটির নেতারা এই অভিযোগ করেন। একই সঙ্গে নৌপথে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের স্বার্থে অবিলম্বে এসব লঞ্চের ফিটনেস সনদ বাতিল এবং ফিটনেস প্রদানের সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বরখাস্তের দাবি জানান তারা। রাজধানীর পুরানা পল্টনে জাতীয় কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জ-চাঁদপুর ও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে চলাচলরত বিভিন্ন নৌযান পরিদর্শন এবং ঈদ উপলক্ষে নৌ নিরাপত্তায় গৃহীত সরকারী পদক্ষেপের ওপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, তাদের অনুসন্ধানে অন্তত চারটি যাত্রীবাহী নৌযানের ফিটনেস প্রদানে অনিয়মের তথ্য পাওয়া গেছে; যেগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে জাতীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য হাজী মোহাম্মদ শহীদ মিয়া, নজরুল গবেষক জি এম সিরাজ, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তুসার রেহমান, জাতীয় কমিটির অর্থ সম্পাদক পূষ্পেন রায়, নদী রক্ষা শপথের সদস্যসচিব জসি সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
×