ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেবিন ক্রুর জন্য ইউএস বাংলার ট্যালেন্ট হান্টিং

প্রকাশিত: ০৬:৩৬, ২১ জুন ২০১৭

কেবিন ক্রুর জন্য ইউএস বাংলার ট্যালেন্ট হান্টিং

স্টাফ রিপোর্টার ॥ কেবিন ক্রু নিয়োগ দিতে এবার সারা দেশ থেকে ট্যালেন্ট হান্টিং করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এদেশে প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় কেবিন ক্রু নিয়োগ প্রক্রিয়ায় সবাইকে সুযোগ দেয়াই এয়ারলাইন্সটির মূল লক্ষ্য। বাংলাদেশী প্রতিটি এয়ারলাইন্সের প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত হওয়ার কারণে সব সময় কেবিন ক্রু নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপের পরীক্ষা ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে। প্রচলিত এ ধারায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইউএস বাংলা। এয়ারলাইন্সটি কেবিন ক্রু নিয়োগের জন্য প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে ওয়াক-ইন-ইন্টারভিউ এর ব্যবস্থা করেছে। প্রচ- ইচ্ছা শক্তি ও উপযুক্ত সব যোগ্যতা থাকা সত্ত্বেও একজন চাকরি প্রার্থী কিংবা ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন শহর থেকে ঢাকায় এসে ধর্ণা দিতে হয়। একাধিক পরীক্ষাসহ কয়েকটি ধাপে অংশগ্রহণ করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল হওয়ায় বিগত দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে অনেকেই। সর্বোপরি ওজন উচ্চতার সাথে সামঞ্জস্য হতে হবে। বাংলা ও ইংরেজীর দক্ষতার সঙ্গে সাঁতার জানতে হবে। দৃষ্টি ৬/৬ সম্পন্ন হতে হবে। চশমা কিংবা কনট্যাক্ট লেন্সের ব্যবহারকারীগণ প্রতিযোগিতার জন্য অনুপযুক্ত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটের ক্যারিয়ার পাতা (বিনংরঃব: ঁং-নধহমষধধরৎষরহবং.পড়স/পধৎববৎ) থেকে এপ্লিকেশন ফরম সংগ্রহ করা যাবে। ত্বক রক্ষায় ব্রেসলেট দ্য নেটাটমো কোম্পানি রোদ থেকে বাঁচতে ‘জুন’ নামে নতুন এক ব্রেসলেট তৈরি করেছে যেটি আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাব কতটা রয়েছে তা পরিমাপ করে দেবে। এটি দেহে রোদের ক্ষতিকর দিকগুলোর হিসাব রাখবে। এর জন্য খরচ করতে হবে মাত্র ৯৯ দশমিক ৯৯ ডলার। -ইয়াহু নিউজ সিংহ যখন সফরসঙ্গী পাকিস্তানে জাভেদ নামের এক ব্যবসায়ী তার সফরের সময় গাড়িতে পোষা সিংহ নিয়ে দেশটির বন্দর শহর করাচীর রাস্তায় নির্বিকারভাবে ঘুরে বেড়ান। ঘটনাটি নজরে আসলে পথচারীদের প্রাণ বিপন্ন করার অভিযোগে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ব্যক্তিগত চিড়িয়াখানার লাইসেন্স থাকায় পরে পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দেয়। -ওয়েবসাইট
×