ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ড ছাড়তে প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে ইউনিয়ন ক্যাপিটাল

প্রকাশিত: ০৪:১৪, ১২ জুন ২০১৭

বন্ড ছাড়তে প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে ইউনিয়ন ক্যাপিটাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড রিডিমেবল নন-কনভারটেবল বন্ড ইস্যু করবে ইউনিয়ন ক্যাপিটাল। তাই চলতি বছরের প্রথম প্রান্তিকের হিসাব নিরীক্ষা করবে কোম্পানিটি। প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারি’১৭ থেকে ৩১ মার্চ’১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের জন্য আগামী ১৫ জুন দুপুর সোয়া ২টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে বন্ডের অনুমোদন পেতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রূলস, ২০১২ এর ধারা ৪ পরিপালনের জন্য হিসাব নিরীক্ষা করবে কোম্পানিটি। এর আগে গত ৮ মে, ২০১৭ তারিখে কোম্পানিটির পর্ষদ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। তবে গ্রেস পিরিয়ড হবে ২ বছর। বন্ডটিতে সর্বনিম্ন ১ কোটি টাকার আবেদন করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ বন্ড ছাড়া হবে বলে উভয় স্টক এক্সচেঞ্জ-কে জানিয়েছে কোম্পানিটি। বন্ডের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল সাড়ে ১১টায় গুলশান স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩১ মে। এর আগে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ০.৫১ টাকা হয়েছে। আগের বছর একই সময়ে যা ছিল ০.১৯ টাকা। ৩১ মার্চ এর এনভিপিএস দাঁড়ায় ১৭.৬১ টাকা। ২০১৬ সমাপ্ত বছরের নিরীক্ষা হিসাব অনুযায়ীঅ এ কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা এবং এককভাবে ১.৩৭ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৩১ টাকা এবং এককভাবে ১.১১ টাকা।
×