ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বোনাস বেতন দাবি

প্রকাশিত: ০৭:০৩, ১১ জুন ২০১৭

২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বোনাস বেতন দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আগামী ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ১ মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও বকেয়া বেতনভাতাসহ জুন মাসের পূর্ণ বেতন প্রদান এবং বাজেটে গার্মেন্টসে শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার জন্য আলাদা বরাদ্দ রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের বিসিক আঞ্চলিক শাখার নেতা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জেলা কমিটির সিনিয়র নেতা দুলাল সাহা ও আঞ্চলিক নেতা গোলাম রাব্বি, দাউদ হোসেন, হারুন, আবুল হাসেম, মোস্তাকিম, প্রমুখ। বক্তারা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের কাক্সিক্ষত ঈদ বোনাস ও বকেয়া বেতনভাতাসহ জুন মাসের পূর্ণ বেতন প্রদান করতে হবে। কোন কোন মালিক শ্রমিকদের বেতনভাতা নিয়ে সারা বছর নানা রকম টালবাহানা করে। মাসের পর মাস তাদের বেতনভাতা বকেয়া রাখে। ঈদ মুহূর্তে এসে শ্রমিকদের বেতনবোনাস থেকে বঞ্চিত করে চরম দুর্ভোগে ফেলে দেয়। অন্যদিকে শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। তাই ঈদের পূর্বে ২০ রোজার মধ্যেই শ্রমিকদের বেতনবোনাস পরিশোধ করতে হবে। কারণ সময়মতো শ্রমিকরা টাকা না পেলে বাড়ি ফেরার জন্য গাড়ির অগ্রিম টিকেট বুকিং করা বা একটা নতুন কাপড় কেনা হাটবাজার করা সম্ভব হয় না। সুতরাং বেতনবোনাস নিয়ে কোন গড়িমসি সহ্য করা হবে না। রূপগঞ্জে ৫৩ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাপড় ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৫৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কে ঘটে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া ব্যবসায়ীরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর এলাকার ইব্রাহীম বেপারির ছেলে ইমাম হোসেন জুয়েল, কমরদিয়া এলাকার জীবন সরকারের ছেলে স্বপন সরকার, হালিপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন ও ভোলা জেলার লালমোহন থানার আশুলি এলাকার আবুল হোসেনের ছেলে রাসেল।
×