ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মারে-ওয়ারিঙ্কার জয়

প্রকাশিত: ০৬:৪৪, ১ জুন ২০১৭

মারে-ওয়ারিঙ্কার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন এ্যান্ডি মারে, জুয়ান মার্টিন ডেল পোত্রো, জন ইসনার, টমাস বার্দিচ, কেই নিশিকোরি, গায়েল মনফিলস, নিক কিরগিওস এবং স্টানিসøাস ওয়ারিঙ্কার মতো তারকারা। গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন এ্যান্ডি মারে। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়েই স্বপ্নভঙ্গ হয় তার। মারেকে পরাজিত করে ফরাসী ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন নোভাকা জোকোভিচ। এবার অবশ্য ক্লে কোর্টে বাজে সময় কেটেছে ব্রিটিশ তারকা মারের। তবে প্যারিসের মূল পর্বে জয় দিয়েই মিশন শুরু করেছেন তিনি। মঙ্গলবার প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই এ্যান্ডি মারে ৬-৪, ৪-৬, ৬-২ এবং ৬-০ সেটে পরাজিত করেছেন রাশিয়ার আন্দ্রে কুজনেতসোভকে। এই জয়ের ফলে দারুণ সন্তুষ্ট মারে। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। তৃতীয় বাছাই স্টানিসøাস ওয়ারিঙ্কা অবশ্য তিন সেটেই ম্যাচটা জিতে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স এদিন ৬-২, ৭-৬ এবং ৬-৩ সেটে পরাজিত করেছেন সেøাভাকিয়ার জোযেফ কোভালিককে। এদিকে দীর্ঘ পাঁচ বছর অনুপস্থিত থাকার পর অবশেষে ফ্রেঞ্চ ওপেনে ফিরেছেন আর্জেন্টিনার জুয়ান মার্টিন দেল পোত্রো। ২০০৯ সালে ইউএস ওপেনজয়ী দেল পোত্রো এদিন ৬-২, ৬-১ এবং ৬-৪ সেটে হারান স্বদেশী গুইদো পেল্লাকে। ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকা বলেন, ‘এই টুর্নামেন্টে খেলতে আমার খুব ভালো লাগে। এজন্যই পাঁচ বছর পর আবার এখানে আসা।’ জাপানের কেই নিশিকোরি এদিন ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারান অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে। এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে জন ইসনার জর্ডান থমসনকে, টমাস বার্দিচ জান লেনার্ড স্ট্রাফকে, এবং গায়েল মনফিলস হারান জার্মানির ডাস্টিন ব্রাউনকে। তবে প্যারিসের এই টুর্নামেন্ট শুরুর আগে চমকে দেয়া আলেক্সান্ডার জেরেভ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন।
×