ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে আজ হারাতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০২, ১ জুন ২০১৭

ইংল্যান্ডকে আজ হারাতে চায় বাংলাদেশ

মিথুন আশরাফ, লন্ডন থেকে ॥ ইদানীংকালে বৈশ্বিক কোন টুর্নামেন্টে ইংল্যান্ডের মুখোমুখি হলেই জেতে বাংলাদেশ। আজও আরেক বৈশ্বিক টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই দুই দল পরস্পরের বিপক্ষে খেলবে। তাহলে কি আজও ইংল্যান্ড বধ করবে বাংলাদেশ? কেনিংটন ওভালে বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। এর আগে দুই দলই ম্যাচটি নিয়ে উত্তেজনায় আছে। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাটা একটু বেশিই। কারণ, তারা যে ইংল্যান্ডকে শুরুতেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে। যে ইংল্যান্ডকে টানা দুই ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছে। সর্বশেষ দুই বৈশ্বিক টুর্নামেন্টেই হারিয়ে দিয়েছে। ২০১১ সালের বিশ্বকাপে হারানোর পর ২০১৫ সালের বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপে ইংলিশদের কুপোকাত করে তো কোয়ার্টার ফাইনালেই খেলেছে বাংলাদেশ। এর আগে অবশ্য ২০০০ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (তখনকার নকআউট ট্রফি) অংশ নিয়ে ইংল্যান্ডের কাছে হারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচই খেলে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটি হারের পর বৈশ্বিক কোন টুর্নামেন্টে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। তখনও হারে। তবে শেষ দুই বিশ্বকাপে বাংলাদেশই বাজিমাত করে। এই সাফল্যই বাংলাদেশকে এগিয়ে রাখছে। ক্রিকেটারদের মনেও বিশ্বাস আছে, ইংল্যান্ডকে হারিয়ে দেয়া খুব সম্ভব। যদিও ম্যাচটি হচ্ছে ইংল্যান্ডের মাটিতেই। ইংল্যান্ডও তাই কন্ডিশনের বিবেচনায় এগিয়েই থাকছে। তবে সবারই জানা, বাংলাদেশ ক্রিকেটাররা যেদিন ঐক্যবদ্ধ নৈপুণ্য দেখান। আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। মানসিকতা চাঙ্গা থাকে। সেদিন বিশ্বের কোন দলই বাংলাদেশের সামনে কুলিয়ে উঠতে পারে না। নত স্বীকার করতে বাধ্য হয়। এর আগেও বহুবার এ প্রমাণ মিলেছে। ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের সাফল্যও আবার খারাপ নয়। ইতিহাস রচনা করা জয় আছে। আঠারো বছর আগের কথা। ১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। প্রথমবারের মতো বৈশ্বিক কোন টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। বৈশ্বিক কোন টুর্নামেন্টে প্রথম ম্যাচটি খেলে ইংল্যান্ডের মাটিতেই, চেমসফোর্ডে। সেই থেকে বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের হরহামেশাই বিচরণ আছে। ইংল্যান্ডের মাটিতেও খেলে ১৪টি ওয়ানডে। তিনটিতে জেতে। ১৯৯৯ সালে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে (ওয়ানডে বিশ্বকাপে) খেলে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে জয় পায়। ইংল্যান্ডের মাটিতেই নর্দাম্পটনে টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে প্রথম জয়টি পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেই জয়টি ইতিহাস। এরপর ২০০৫ সালে তো বিশ্বকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা ছড়িয়ে দেয়। কার্ডিফে প্রতাপশালী অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারায়। ইতিহাস গড়ে। এরপর ২০১০ সালে ব্রিসটলে ইংল্যান্ডকেও হারায় বাংলাদেশ। ইংলিশদের প্রথমবারের মতো হারিয়ে টেস্টখেলুড়ে সব দেশের বিপক্ষে জয়ের বৃত্ত পূরণ করে। সেটিও ইংল্যান্ডের মাটিতেই। টেস্টখেলুড়ে কোন দলের বিপক্ষে প্রথম জয়টিও পায় ইংল্যান্ডে। টেস্টখেলুড়ে শেষ দলটির বিপক্ষেও প্রথম জয়টি পায় ইংল্যান্ডের মাটিতেই। বাংলাদেশের জন্য তাই ইংল্যান্ডের মাটি সুখস্মৃতিতে ভরপুরই থাকে। এবারও কি তাই থাকবে? ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। ১৫টিতে হারে। চারটিতে জিতে। এর মধ্যে তিনবার বিশ্বকাপে খেলে দুইবার জেতে। একবার চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারবার (২০০০ ও ২০০৬ সালে বাছাইপর্বে খেলে এবং ২০০২ ও ২০০৪ সালে মূল টুর্নামেন্টে খেলে) খেলে একবারই ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে ইংল্যান্ড। আজই সেই ম্যাচটি হবে। যে দলটিকে সর্বশেষ টানা দুই বিশ্বকাপেই হারিয়েছে বাংলাদেশ, এবারও কি হারাতে পারবে?
×