ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শারাপোভার জন্যই সরাসরি সম্প্রচার

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ মে ২০১৭

শারাপোভার জন্যই সরাসরি সম্প্রচার

স্পোর্টস রিপোর্টার ॥ মারিয়া শারাপোভার ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। এই প্রথম উইম্বলডনের বাছাইপর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। এ বিষয়ে তারা এক বিবৃতিতে জানায়, ‘এই প্রথম জায়ান্ট ভিডিও স্ক্রিনের মাধ্যমে উইম্বলডনের বাছাইপর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে গোটা দুনিয়ার টেনিসপ্রেমীরাই উইম্বলডনের মূলপর্বের ম্যাচগুলো ছাড়াও কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো দেখার সুযোগ পাবে।’ নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলেই কোর্টে ফিরেন মারিয়া শারাপোভা। ডোপ পাপের পর ওয়াইল্ড কার্ড নিয়েই বেশ কয়েকটি টুর্নামেন্টেও খেলে ফেলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। শুরুটা করেন জার্মানির স্টুটগার্ট ওপেন দিয়ে। সেই টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। এর পর ওয়াইল্ড কার্ডের সৌজন্যে মাদ্রিদ এবং ইতালিয়ান ওপেনেও খেলেন তিনি। টানা তিনটি টুর্নামেন্টে খেলে প্রত্যাশা করেছিলেন ফ্রেঞ্চ ওপেনেও ভাগ্য খুলবে তার। কিন্তু বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকাকে হতাশায় ডুবিয়ে সরাসরি না করে দিয়েছেন ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের কর্তৃপক্ষ। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে খেলার সুযোগ না পেয়ে চরম হতাশ মাশা। যে কারণেই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন উইম্বলডনে খেলতে। তবে মৌসুমের তৃতীয় মেজর এই টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড নয় বরং বাছাইপর্ব খেলেই উইম্বলডন টেনিসে জায়গা করে নিতে চান মারিয়া শারাপোভা। গত সপ্তাহে নিজের ওয়েবসাইটে দেয়া বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ান তারকা নিজেই। এ প্রসঙ্গে শারাপোভা জানান, টেনিসে ফেরার পর থেকে যে তিনটি টুর্নামেন্টে খেলেছেন তাতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। এবার লন্ডনের রোহাম্পটনে অনুষ্ঠিত বাছাইপর্বও উতরাতে চান তিনি। তাই উইম্বলডনের মূল ড্র’তে তাকে ওয়াইল্ড কার্ড দেয়ার কোন অনুরোধ করবেন না। উইম্বলডনের মূলপর্বে জায়গা করে নিতে হলে শারাপোভাকে তিনটি কোয়ালিফাইং রাউন্ডে জিততে হবে। এর আগে অবশ্য প্রস্তুতিমূলক একটি টুর্নামেন্টে খেলতে পারবেন শারাপোভা। বার্মিংহামের এইগন ক্ল্যাসিকে খেলতে লন টেনিস এ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফলে ২০১৭ ও ২০১৮ সালে এই টুর্নামেন্টে খেলবেন তিনি। যদিওবা এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রাশিয়ান এই টেনিস সুন্দরীকে কোন অর্থ প্রদান করবে না এলটিএ। বার্মিংহামে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি রয়েছে মারিয়া শারাপোভার। ২০০৪ ও ০৫ সালে টানা দুইবার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। জুন মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভাল করতে পারলে উইম্বলডনের প্রস্তুতিপর্বটাও সহজ হয়ে যাবে তার। কেননা এই টুর্নামেন্টে বিশ্ব টেনিসের শীর্ষ সারির খেলোয়াড়রা খেলবেন। যাদের মধ্যে রয়েছেন গ্রেট ব্রিটেনের নাম্বার ওয়ান জোহানা কন্টা, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যাঞ্জেলিক কারবার, ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরজা, পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং রোমানিয়ার সিমোনা হ্যালেপের মতো তারকারা।
×