ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় ২১ পুণ্যার্থী নিহত

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ মে ২০১৭

ভারতের উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় ২১ পুণ্যার্থী নিহত

অনলাইন ডেস্ক ॥ ভারতের উত্তরাখান্ড রাজ্যের উত্তরকাশীতে পুণ্যার্থীবাহী এক বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কেদারনাথে তীর্থযাত্রীরা বাসে করে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একশ ফুট নিচে ভাগীরথী নদীতে পড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাঙ্গোত্রি থেকে ঋষিকেশে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ১০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। এ ঘটনায় মধ্যপ্রদেশের ইন্দোর জেলা থেকে আসা ওই পুণ্যার্থীদের মধ্যে আরো ছয়জন আহত হয়েছে। ওই জেলা থেকে ৫৭ জন পুণ্যার্থী উত্তরাখান্ডে তীর্থ দর্শনে এসেছিল। দুর্ঘটনার পরপরই রাজ্য সরকারের নির্দেশে উদ্ধার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন।
×