ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনিয়র ডিভিশন ফুটবলে স্বাধীনতা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩০, ২৩ মে ২০১৭

সিনিয়র ডিভিশন ফুটবলে স্বাধীনতা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা মহানগরী সিনিয়র ডিভিশন ফুটবল লীগের সেরা দুটি দলের নাম পাওয়া গেছে সোমবার। এতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। আর রানার্সআপ হয়েছে ওয়ারী ক্লাব। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাধীনতা ক্রীড়া সংঘ। নিজেদের একাদশ ম্যাচে এটা স্বাধীনতার তৃতীয় ড্র। ২৪ পয়েন্ট তাদের। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পিডব্লিউডির চতুর্থ ড্র। ১৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১২ দলের মধ্যে পঞ্চম। এদিকে দ্বিতীয় হওয়া ওয়ারীর ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৩ পয়েন্ট। এই সুবাদে স্বাধীনতা-ওয়ারী দল দুটি ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে খেলার যোগ্যতা অর্জন করল। বাস্কেটবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে সোমবার জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ। তারা স্বাগতিক মালদ্বীপকে ৮৬-৫২ পয়েন্টে হারায়। বাংলাদেশ দলের খেলোয়াড় সামসুজ্জামান খান শোয়েব ম্যান অব দি ম্যাচ হন। আজ লীগ পর্যায়ে বাংলাদেশ বনাম ভারতের খেলাটিই মূলত ফাইনাল খেলা। এ খেলাতে জয়ী দলই হবে এই আসরের চ্যাম্পিয়ন দল। অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। তবে বাংলাদেশ দল তাদের সর্বশক্তি দিয়ে শিরোপা জয়ের জন্য লড়বে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামী বুধবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল রাগবি প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি স্কুল প্রতিযোগিতায় অংশ নেবে। স্কুলগুলো হলোÑ সেন্ট গ্রেগরি স্কুল, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, আলী আহমদ স্কুল, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, শহীদ নবী উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল, সানসাইন প্রি-ক্যাডেট হাইস্কুল, হায়দার আলী স্কুল, হাজী আকন্দ আলি হাইস্কুল, বেরাইদ মুসলিম হাইস্কুল, আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মৈনারটেক উচ্চ বিদ্যালয়। চারটি গ্রুপের সেরা দল নিয়ে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খেলা সেভেন সাইড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা।
×