ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মাধবপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:১৬, ২২ মে ২০১৭

মাধবপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে কুলসুমা নামে ৯ম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জগদীশপুর চা বাগানের তার বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর জানান, সে জগদীশপুর চা বাগানের জহির মিয়া মেয়ে ও জগদীশপুর জে.সি হাই স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার জানায়, রোববার রাতে কোন এক সময়ে সকলের অগোচরে ঘরের আড়ের সঙ্গে গলায় রশি লাগিয়ে সে আত্মহনন করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
×