ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বাউফলে দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে আজ

প্রকাশিত: ০৫:৫৪, ২২ মে ২০১৭

বাউফলে দশম শ্রেণীর এক  ছাত্রীর বিয়ে  আজ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ মে ॥ ধুমধাম করে আজ সোমবার বিয়ে হচ্ছে ১৪ বছরের এক কিশোরীর। বরের বয়স ৩০। তার বাড়ি বগা ইউনিয়নের হোগলা গ্রামে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিশোরী বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বিয়ের কারণে ওই কিশোরী গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিশোরীর বাবা বলেন, ভাল বর পেয়েছি বলে বিয়ে দিচ্ছি। তবে এ বিয়ের অনুষ্ঠান বর্জন করবেন ওই কিশোরীর কয়েক নিকট আত্মীয়- স্বজন। নাম প্রকাশ না করার শর্তে এক আত্মীয় বলেন, বাল্যবিবাহ দেয়া অন্যায়। তাই ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়াও অন্যায়।
×