ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২১, ৩০ এপ্রিল ২০১৭

টুকরো খবর

ভর্তির দাবিতে কারমাইকেল কলেজে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ এপ্রিল ॥ রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স (প্রাইভেট) ভর্তিতে অনলাইন সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচার ও ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের অবিলম্বে ভর্তি করার দাবিতে শনিবার কলেজের ভাস্বকর্যের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, জাসদ ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা এবং কারমাইকেল কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মাস্টার্স (প্রাইভেট) রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিভাগের ভর্তি কার্যক্রম আটকে গেছে। অন লাইন ব্যবসায়ীরা ভর্তি ফরম অনলাইনে আগেই পূরণ করে রেখেছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিক প্রক্রিয়ায় ফরম পূরণ করতে পারছে না। ফলে তাদের ভর্তি হওয়ার কোন সুযোগ থাকছে না। ১০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ১০ রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে। শনিবার সকালে তুমব্রু বিওপির বিজিবি জওয়ানরা রোহিঙ্গাকে সীমান্তে অনুপ্রবেশকালে আটক করেছে। তাদের মধ্যে ৭ পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। বিজিবি জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা প্রদান শেষে শনিবার বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বিদ্যুতস্পর্শে নির্মাণ শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৯ এপ্রিল ॥ কাউখালীতে আব্দুর রহীম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের বিদ্যুতস্পর্শে মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের কাউখালী মহাবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আসমান আলী (২৫) নামে অপর এক নির্মাণ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিক আব্দুর রহীম পিরোজপুর শহরের মাছিমপুর মহল্লার আব্দুর রবের ছেলে। আহত অপর শ্রমিক আসমান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মজিবর ইসলামের ছেলে। উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ এপ্রিল ॥ জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ প্রায় ৩৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সম্পন্ন হওয়া উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের বৈশাখী মেলা মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। মির্জা আজম বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। জামায়াতের দুই নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকতার পরিকল্পনার অভিযোগে গোদাগড়ী উপজেলা জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এরা হলোÑ গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার সৈয়বুর রহমানের ছেলে হায়দার আলী ও সিএ্যান্ডবি গড়েরমাঠ এলাকার মঞ্জুর রহমানের ছেলে রবিউল ইসলাম। জঙ্গী নেতা আলিম আটক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৯ এপ্রিল ॥ দামুড়হুদা থানায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি জঙ্গী নেতা আবদুল আলিমকে র‌্যাব সদস্যরা আটক করেছে। শনিবার ভোর সাড়ে ৫টায় ঝিনাইদহের হাটগোপালপুর থেকে তাকে আটক করা হয়। জঙ্গী আবদুল আলিম হরকত-উল-জিহাদের ঝিনাইদহ সদর থানা শাখার আমির ও আঞ্চলিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৯ এপ্রিল ॥ পানিতে ডুবে লিমন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাথৈর গ্রামের আনসার ভিডিপির সদস্য জামাল হোসেন মিয়াজীর ছেলে লিমন বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকর থেকে লিমনকে উদ্ধার করে সাচার রেনেসাঁ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনণা করেন।
×