ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্ধ শ্বেত কাঁকড়া...

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ এপ্রিল ২০১৭

 অন্ধ শ্বেত কাঁকড়া...

ভারতের মেঘালয় রাজ্যের এক গুহাতে টেরিটেমন প্রজাতির নতুন কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে। এরা শ্বেতী জাতীয় রোগে আক্রান্ত এবং অন্ধ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারতে এটি একটি নতুন প্রজাতি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিজ্ঞান বিভাগের ছাত্রী পরভিন ফারজানা আবসার এই নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। -হিন্দুস্তান টাইমস কৃত্রিম গর্ভ তৈরি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি কৃত্রিম গর্ভ তৈরি করেছেন। ভবিষ্যতে প্রিম্যাচিউর বা অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখতে এটা ব্যবহার করা যাবে। অতিরিক্ত জরায়ু সহায়তা যন্ত্রটি ভেড়ার ওপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। গবেষকদের মতে, প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করাই লক্ষ্য। এটি একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম এ্যামনিওটিক ফ্লুইড। ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুুর ভেতরের মতো। -বিবিসি
×