ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দারুস সালামে এক বাড়ি থেকে নির্যাতিত শিশু গৃহকর্মী উদ্ধার

প্রকাশিত: ০৪:২০, ২৩ এপ্রিল ২০১৭

দারুস সালামে এক বাড়ি থেকে নির্যাতিত শিশু গৃহকর্মী উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসা থেকে জাহানারা খাতুন চুমকি (১০) নামে নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। এ সময বাড়ির গৃহকর্ত্রীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় দারুস সালাম টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে শিশু গৃহপরিচারিকা চুমকিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠনটির কর্মী রোকেয়া বেগম জানান, তারা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন যে ওই বাসায় চুমকিকে নির্যাতন করা হয়। বিষয়টি তারা দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামানকে জানান। পরে পুলিশ ওই দারুস সালাম টাওয়ার থেকে শিশুটিকে উদ্ধার করেন। তিনি জানান, ওই বাসায় শিশুটিকে গরম খুন্তির ছ্যাঁকা দেয়া হয়েছে। আঙুল মুচড়িয়ে ভেঙে দেয়া হয়েছে। তার শরীরে অনেকগুলো ক্ষতচিহ্ন ছিল। দারুস সালাম থানা ওসি মো. সেলিমুজ্জামন জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল পাঠানো হবে। এ ঘটনায় গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে।
×