ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ-মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে ॥ পুতিন

প্রকাশিত: ০৫:৩৯, ৮ এপ্রিল ২০১৭

রুশ-মার্কিন  সম্পর্ক ক্ষতিগ্রস্ত  করবে ॥ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিন সিরিয়ার একটি বিমান ঘাঁটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এতে রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ শুক্রবার এসব কথা জানিয়েছেন। খবর এএফপি’র। প্রেসিডেন্ট পুতিন এ হামলাকে সার্বভৌম দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখছে বলেও জানান পেশকোভ। পুতিন মনে করেন মিথ্যা অজুহাতে এ হামলা চালানো হয়েছে। ইরাকের মসুলে মার্কিন হামলায় নিরীহ বেসামরিক হতাহতের ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর ঘৃণ্য চেষ্টায় এ হামলা করা হয়েছে বলে জানান তিনি। পেশকোভ আরও বলেন, সিরিয়ার কাছে কোন রাসায়নিক অস্ত্র আছে বলে রাশিয়া মনে করে না।
×