ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপনে নোবেল নিলেন বব ডিলান!

প্রকাশিত: ০৩:৪৯, ৪ এপ্রিল ২০১৭

গোপনে নোবেল নিলেন বব ডিলান!

সংস্কৃতি ডেস্ক ॥ চরম গোপনীয়তার মধ্য দিয়ে শনিবার স্টকহোমে সশরীরে উপস্থিত হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন বব ডিলান। তবে পুরস্কার গ্রহণের পর কোনো বক্তৃতা তিনি দেননি! ডিলানের চাওয়া অনুযায়ীই লোকচক্ষু এবং গণমাধ্যমের আড়ালে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান পর্ব। আন্তর্জাতিক এক গণমাধ্যম বলছে, অনুষ্ঠানে সুইডিশ একাডেমির ১২ জন সদস্যই কেবল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুটি গান গাইলেও পুরস্কার বিষয়ে একটি কথাও বলেননি ডিলান। এমনকী, সাধারণ ধন্যবাদটুকুও দেননি নোবেল কর্তৃপক্ষকে! সেই অক্টোবরে দেয়া ঘোষণার পর থেকেই নোবেল প্রসঙ্গে ডিলান-এর নীরবতা বিস্মিত করেছে গোটা বিশ্বকে। ডিসেম্বরে সুইডেনে অনুষ্ঠিত পুরস্কার প্রদানের অনুষ্ঠানেও যাননি তিনি। ইতিহাসের প্রথম গীতিকার হিসেবে সাহিত্যে নোবেল জয় করা এই মার্কিন কিংবদন্তির এহেন আচরণকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন খোদ সুইডিশ একাডেমির সদস্য পার ওয়াটসবার্গ! তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে একাডেমির স্থায়ী সদস্য সারা দানিউস মার্চের শেষে জানিয়েছিলেন এপ্রিলের প্রথম সপ্তাহে স্টকহোম আসছেন ডিলান। শহরটিতে ডিলানের প্রথম কনসার্টের আগেই প্রদান করা হবে নোবেল পুরস্কার। মার্কিন এই কিংবদন্তির স্টকহোম সফর নিয়ে সারা তার নিজের ব্লগে লিখেছেন, অনুষ্ঠানের অনেকটা সময় কাটানো হয়েছে স্বর্ণপদকটির সৌন্দর্য পর্যবেক্ষণ করে। বিশেষ করে পদকের পেছনের অংশটি, যেখানে এক তরুণ এক লরেল গাছের নীচে বসে বনদেবীদের গান শুনছেন। সুইডিশ একাডেমির নিয়ম অনুযায়ী পুরস্কার ঘোষণার ছয় মাসের মধ্যে গ্রহিতাকে একটি আনুষ্ঠানিক বক্তব্য দিতে হবে। তা না হলে তাকে হারাতে তবে নোবেল সম্মান এবং ৯০ হাজার ডলার সমমূল্যের অর্থ পুরস্কার। ডিলান এর জন্য এই সময় ১০ জুন পর্যন্ত। তবে সারা দানিউস আশাবাদী এরমধ্যেই ডিলান তার বক্তব্য পাঠাবেন একাডেমির কাছে।
×