ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলার দেবে জাপান

প্রকাশিত: ০৮:২৫, ৩১ মার্চ ২০১৭

রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলার দেবে জাপান

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় বিশ লাখ মার্কিন ডলার অনুদান দেবে জাপান সরকার। জরুরী সহায়তার আওতায় এই অর্থ দেয়া হবে। বৃহস্পতিবার জাপান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের জরুরী সহায়তার বিষয়ে গত ২৮ মার্চ সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আইওএম, ইউনিসেফ ও ইউএনএইচসিআরের মাধ্যমে আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং সুরক্ষার লক্ষ্যে এই মানবিক অর্থ সাহায্য দেয়া হবে। এদিকে ৯ অক্টোবরের পর থেকে বাংলাদেশে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩০ হাজার শরণার্থী রয়েছেন। এর আগে থেকেই আরও তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছেন। তবে রাখাইন রাজ্য থেকে নতুন করে আসা ৭০ হাজার রোহিঙ্গা নাগরিকদের জন্য জাপান সরকারের এই অর্থ ব্যয় করা হবে।
×