ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ২৩:২৯, ২৬ মার্চ ২০১৭

জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার বাড়িতে শোকের মাতম

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সিলেটের শিববাড়ী এলাকায় জঙ্গিদের বোমা বিষ্ফোরনে নিহত পুলিশ কর্মকর্তা সুনামগঞ্জের চৌধুরী আবু কয়সর মুহাম্মদ দীপু শুনশান নিরবতা। শনিবার রাতে সিলেটের শিববাড়িতে জঙ্গিদের গ্রেণেড বিস্ফোরনে তিনি মারা যান। তিনি শহরের নতুনপাড়া এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী মোক্তার সাহেবের ৩য় ছেলে। সাত ভাই-বেনের মধ্যে দীপু চৌধুরী ৩য়। তার মৃত্যুতে পরিবারসহ স্বজন ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। দিপুর মৃত্যুর খবরে তাঁর পরিবারসহ সকল মহলে শোকের মাতম চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ছোট ভাই চৌধুরী বাবলু সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। ছোট ভাই বাবলু ছাড়া পরিবারের বাকিরা সুনামগঞ্জের বাইরে থাকেন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানে কর্মরত। তার বাসাজুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ পুলিশ লাইনে শেষ শ্রদ্ধা নিবেদন করে এশার নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহে জানাযার নামাজ শেষে হাসন রাজার কবরস্থানে সমাহিত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
×