ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী কমেছে ৪০ শতাংশ

প্রকাশিত: ০৪:১০, ২৫ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী কমেছে ৪০ শতাংশ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ট্রাম্প-ভীতির কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশী ছাত্রছাত্রী ভর্তির আবেদন ৪০% কমেছে। বিশেষ করে মুসলিম ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে নিরাপদ ভাবতে পারছে না। গত সপ্তাহে ২৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতরে পরিচালিত এক জরিপে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। আমেরিকান এ্যাসোসিয়েশন অব কলেজিয়েট রেজিস্ট্রার্স এ্যান্ড এডমিশন অফিসার্স থেকে আরও জানা গেছে, সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। মেধাবি ছাত্রছাত্রীরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন তথা মুসলিম বিদ্বেষমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তারা ভিন্ন দেশে যাবার সিদ্ধান্ত নেন। পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট উইম ওয়াইজেল ভারতের হায়দরাবাদে গিয়েছিলেন। গত সপ্তাহে তিনি সেখানকার ১০ ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছেন। এরা সকলেই মুসলমান ও যুক্তরাষ্ট্রে ভর্তি হতে চেয়েছিলেন। এখন তাদের আর সে আগ্রহ নেই বলে জানিয়েছেন। এসব ছাত্রের অভিভাবকরা যুক্তরাষ্ট্রকে মুসলিম ছাত্রছাত্রীর জন্য নিরাপদ ভাবছেন না। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে সর্বত্র এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওরেগন স্টেটের এই ইউনিভার্সিটিতেও এবার আন্তর্জাতিক ছাত্র ভর্তির আবেদন উদ্বেগজনক হারে কমেছে।
×