ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুকুর হত্যায় তোলপাড়

প্রকাশিত: ০৫:২৩, ২০ মার্চ ২০১৭

কুকুর হত্যায় তোলপাড়

খাঁচা থেকে বেরিয়ে টারমাক এলাকায় (যেখানে বিমান দাঁড়ায়) ঘুরে বেড়াচ্ছিল একটি কুকুর। ফলে ব্যস্ত বিমানবন্দরে সময়মতো ওঠা-নামা করতে পারছিল না কিছু বিমান। অনেক চেষ্টার পরও ধরতে ব্যর্থ হওয়ায় কুকুরটিকে গুলি করে মেরে ফেলে পুলিশ। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরের এ ঘটনার ব্যাপক সমালোচনা করেছেন পশুপ্রেমীরা। তাদের দাবি, ঘুমপাড়ানি গুলি চালিয়ে অচেতন করে সরিয়ে নেয়া যেত কুকুরটিকে। অথচ তা না করে হত্যা করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বিস্ফোরক চিহ্নিত করার জন্য প্রশিক্ষণ চলছিল খুন হওয়া কুকুর গ্রিজের। প্রশিক্ষণ শেষে খাঁচায় আটকে রাখার পর সেখান থেকে হঠাৎ বেরিয়ে এসে কুকুরটি দৌড়ে প্রবেশ করে টারমাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অনেক চেষ্টায় খুঁজে পেলেও ধরা যাচ্ছিল না কুকুরটিকে। খাবার, খেলনা কোনকিছু দিয়েই বাগে আনা যাচ্ছিল না। এতে আটকে পড়ে ১৬টি বিমান। শেষ পর্যন্ত পুলিশ ডাকা হয়। আর পুলিশ এসে গুলি করে মেরে ফেলে গ্রিজকে। কর্তৃপক্ষের দাবি, ঘুমপাড়ানি বন্দুক না থাকায় বাধ্য হয়েই গুলি করে হত্যা করা হয় কুকুরটিকে। -ওয়েবসাইট
×