নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ মার্চ ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেয়া হবে। রবিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং এ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ এটুআই প্রোগ্রামের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রমুখ।
’১৮ সালের মধ্যে সব ইউনিয়নে ইন্টারনেট ॥ পলক
প্রকাশিত: ০৩:৪৭, ২০ মার্চ ২০১৭
আরো পড়ুন