ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জমি খাল দখলের প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৭, ১৬ মার্চ ২০১৭

জমি খাল দখলের প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৫ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি, খাল ও সরকারী রাস্তা জবরদখলের চেষ্টার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী আইডিয়াল কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। বুধবার দুপুরে কোম্পানির নিয়োজিত সন্ত্রাসীদের দিয়ে জবরদখলের চেষ্টা চালালে বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন। স্থানীয় এলাকাবাসী জানান, হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক ও শীতলক্ষ্যা নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ বিঘা জমি জবরদখলের চেষ্টা মেতে উঠেছে বিভিন্ন শিল্প কারখানার প্রভাবশালী মালিকরা। বিশেষ করে হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ ফুট প্রসস্থ ও আধা কিলোমিটার দৈর্ঘ্য খালটিতে এলাকাবাসী গোসল থেকে শুরু করে নদীতে আসা-যাওয়া করে। এছাড়া এ খালের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমিতে পানি নিষ্কাশন করা হতো। বর্তমানে খালটি ১০ ফুটে রূপান্তরিত হয়ে গেছে। বাকিগুলো জবরদখল হয়ে গেছে। এখন ১০ ফুট খালসহ বাকি জমিটুকুও জবরদখলে মেতে উঠেছে আইডিয়াল কোম্পানি। শীতলক্ষ্যা নদীর বেশ কিছু জমিও জবরদখল করবে বলে চাউর উঠেছে। অপর দিকে, রূপসী-কাঞ্চন সড়কের পার্শের জমি দখল করেছে কোম্পানিটি। বুধবার সকালে আইডিয়াল কোম্পানির নিয়োজিত সামায়ুন ও তার বাহিনীর সহায়তায় হাটাব এলাকার শত বছরের পুরনো খালসহ পানি উন্নয়ন বোর্ডের ৫০ কোটি টাকা মূল্যের প্রায় ২০ বিঘা জমি ও সরকারী রাস্তাটি পাকা দেয়াল তৈরি করে জবরদখলের চেষ্টা করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, আবু হারিজ, আমজাত হোসেন, আবুল হোসেন, মহিউদ্দিন, ছমির আলী, মমিন, আক্কাস আলী, রাসেল, কুদ্দুস, জাইদুল প্রমুখ।
×