ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিসিরিজের ‘আগামীর তারকা’

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ মার্চ ২০১৭

জিসিরিজের ‘আগামীর তারকা’

স্টাফ রিপোর্টার ॥ সুরেলা কন্ঠের কারণে অনেকেই বন্ধুদের মাঝে হরহামেশাই গান গেয়ে প্রশংসিত হোন। ক্যাম্পাসের আড্ডায়, চায়ের দোকানে, বন্ধুদের সঙ্গে সবসময়ই গান নিয়ে থাকেন অথবা মাথায় সারাক্ষণ গুন গুন করতে থাকে গান। এই ধরণের শিল্পীর জন্য গান গাওয়ার প্রতিভাকে পুরো বাংলাদেশের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হয়েছে। উদ্যোগটি নিয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এই প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলালিংকের সহযোগিতায় যৌথ প্রযোজনায় সুযোগ এসেছে গানকে বাংলাদেশের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে দেয়ার। যে গান শিল্পী প্রিয়জনকে শোনাচ্ছেন; সেই গানটি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন। শ্রোতাদের পছন্দের সেরা প্রতিযোগী অর্থাৎ সবচেয়ে বেশি এসএমএস পাওয়া প্রতিযোগী হয়ে যাবেন ‘৪৮৭৮ আগামীর তারকা’। ‘আগামীর তারকা’ প্রতিযোগিতায় অংশ নিতে মোবাইল থেকে প্রথমে ৪৮৭৮ লিখে সাবস্ক্রাইব করতে হবে। এরপর ৯৯ প্রেস করে শিল্পীর গাওয়া গানটি রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে। শ্রোতাদের এসএমএস ভোটিংয়ের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীর জন্য থাকছে তার গাওয়া গান নিয়ে আকর্ষণীয় মিউজিক ভিডিও তৈরি করার সুযোগ। যা পৌঁছে যাবে বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে। যে কোন শিল্পী তার গাওয়া যে কোন গান রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন। কারণ একটি সুযোগ কাজে লাগিয়ে যে কেউ হতে পারেন পাড়ার গায়ক থেকে ‘৪৮৭৮ আগামীর তারকা।’
×