ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:৪৬, ৯ মার্চ ২০১৭

গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জালালাবাদ থানার কালীরগাঁও (সিরাজপুর) এলাকায় ডাকাতির সময় গণপিটুনিতে কালা মিয়া (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত কালা মিয়ার বাড়ি কানাইঘাটের ডাওয়াদারি গ্রামের (পূর্ব তালবাড়ী) এলাকায়। জানা যায়, বুধবার ভোরে কালীরগাঁও এলাকার সুরুজ মিয়ার বাড়িতে ডাকাতি শেষে সহযোগীদের নিয়ে পলায়নকালে সুরুজ মিয়ার বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে জোরকুড়ির হাওরে আসলে এলাকাবাসীর সঙ্গে ডাকাতদের সংঘর্ষ হয়। ডাকাতদের হামলায় এলাকার ৪ জন লোক আহত হয়। আহতরা হলেন, কালীরগাঁও গ্রামের আলী আহমদ, দুদু মিয়া, রমজান আলী, সালেহ আহমদ। সংঘর্ষের এক পর্যায়ে ডাকাত কালা মিয়া ধরা পড়লেও তার সঙ্গীরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয় ডাকাত কালা মিয়া। পরে বুধবার সকালে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×