ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রামকৃষ্ণের ১৮২তম জন্মতিথি উৎসব পালন

প্রকাশিত: ০৪:২৬, ৪ মার্চ ২০১৭

রামকৃষ্ণের ১৮২তম  জন্মতিথি উৎসব  পালন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ মার্চ ॥ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৮২তম জন্মতিথি উদ্যাপন উপলক্ষে ঠাকুরগাঁও শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দিরে নানান কর্মসূচী পালনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী উৎসব শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এ উপলক্ষে রামকৃষ্ণ সেবা সংঘ আয়োজনে মন্দির চত্বরে ২ দিনব্যাপী বিশেষ পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি অর্পণ, শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, রামকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গীতি আলেখ্য, ভজন ও উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ-উজ-জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো। প্রধান আলোচক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার রামকৃষ্ণ সারদাপীঠের স্বামী প্রতিবোধানন্দজী মহারাজ এবং অন্যান্য আলোচকের মধ্যে ছিলেন, চট্টগ্রাম মীরসরাইয়ের মায়ানী সুদর্শন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাথেরো প্রমুখ।
×