ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ০৮:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

খালেদা জিয়ার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ের মায়াদন। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত। বৈঠক সূত্রে জানা গেছে এ সময়ে তাদের আলোচনায় দেশের চলমান রাজনীতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশনের ভূমিকা, দেশের আইনশৃঙ্খলা, মানবাধিকার পরিস্থিতিসহ নানা বিষয় উঠে এসেছে। তবে বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোন ব্রিফিং হয়নি। তবে নেতাদের সঙ্গে আলোপ করে জানা গেছে, দেশের সার্বিক রাজনীতি, আগামী নির্বাচন, নতুন নির্বাচন কমিশন, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান প্রমুখ।
×