ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভবন না ভেঙ্গে

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ভবন না ভেঙ্গে

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের শহর সেন্ট লুই। এ শহরে নির্মিত হতে যাচ্ছে ন্যাশনাল জিওস্পেশাল ইন্টেলিজেন্স এজেন্সির নয়া ক্যাম্পাস। কিন্তু সেক্ষেত্রে বাধা ১২২ বছরের পুরনো ২১ তলাবিশিষ্ট একটি ভবন। ভবনটি পুরাতন হলেও এর প্রতি মালিক চার্লসসেটা টেইলরের (৮১) দরদের একটুও কমতি নেই। ভবন ভেঙ্গে ৯৬ একরজুড়ে একশ’ কোটি ৭৫ লাখ ডলার ব্যয়ে নতুন ক্যাম্পাস নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তিনি। অবশেষে শহর কর্তৃপক্ষ টেইলরকে প্রতিশ্রুতি দেয়, ভবনটি না ভেঙ্গেই সরানো হবে। সে মোতাবেক টেইলরের এই ভবনটি রবিবার সকালে তোলা হয় একটি বিশেষ ট্রাকে এবং আস্তে আস্তে শহরটির রাস্তা ঘুরে প্রায় এক মাইল দূরে নতুন ঠিকানায় নেয়া হয়। টেইলরের পরিবার ১৮৯৫ সালে নির্মিত এ ভবনটি ১৯৪৫ সালে কেনে। ভবনটি সরানোর প্রক্রিয়া শুরু হয় সকাল সাতটায় এবং গন্তব্যে পৌঁছে দুপুর দেড়টার দিকে। এ কাজের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান এক্সপার্ট হাউস মুভার্সের কর্ণধার জন ম্যাটিকো জানান, ভবনটির ওজন প্রায় ৩৭০ টন। আর ভবন সরাতে খরচ পড়েছে প্রায় পাঁচ লাখ ডলার। নগরীর মেয়র ফ্রান্সিস সেø জানান, এতে অবশ্য তাদের লাভই হয়েছে। কারণ, ভবনটি কিনে ভাঙ্গতে হলে আরও বেশি অর্থ খরচ হতো। তিনি বলেন, এটি একটি দারুণ ও ব্যতিক্রমী ঘটনা। -ইউপিআই
×