ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি ইয়েমেনে নিহত কমান্ডোর পিতার

প্রকাশিত: ০৩:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি ইয়েমেনে নিহত কমান্ডোর পিতার

ইয়েমেনে মার্কিন বিশেষ অভিযানে নিহত এক কমান্ডোর পিতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ছেলে নিহত হওয়ার ঘটনা তদন্ত দাবি করে বলেছেন বিষয়টি যেন গোপন করার চেষ্টা করা না হয়। নিউইয়র্ক টাইমস অনলাইন। উইলিয়াম ওয়েন্স নামের নিহত ওই কমান্ডোর পিতা মায়ামি হেরাল্ডকে সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, সরকারের উচিত আমার সন্তান নিহত হওয়ার তদন্ত করা। তার ছেলের মৃতদেহ দেশে আসার দিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তার ছেলে নেভি সিলের টিম সিক্সের সদস্য ও চীফ পেটি অফিসার উইলিয়াম ওয়েন্স (পিতা ও পুত্রের একই নাম) (৩৬) ২৯ জানুয়ারি ইয়েমেন মার্কিন বিশেষ অভিযানে নিহত হন। ১ ফেব্রুয়ারি তার মৃতদেহ যুক্তরাষ্ট্রে এলে ট্রাম্প কমান্ডার ইন চীফ হিসেবে প্রথম কোন বিদেশী ভূখ-ে নিহত মার্কিন সৈন্যের মৃতদেহ গ্রহণ। ট্রাম্প ওই অভিযান অনুমোদন করেছিলেন। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় পার্বত্য একটি গ্রামে আল-কায়েদার জঙ্গীদের বিরুদ্ধে ৫০ মিনিট ধরে অভিযানটি পরিচালিত হয়েছিল। ভিয়েতনামে অগ্নিকা-ে একই পরিবারের চারজনের মৃত্যু ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বিন ডুয়ং প্রদেশের একটি বাড়িতে রবিবার ভোরে অগ্নিকা-ে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান মারা গেছে। খবর এএফপির। দেশটির পৌর পুলিশ জানিয়েছে, থু দাউ মোত নগরীর একটি বাড়িতে মধ্যরাতের পর অগ্নিকা-ে বাড়ির মালিক, তার স্ত্রী ও তাদের তিন ও নয় বছর বয়সী দুই শিশু মারা গেছে। আশপাশের মানুষ আগুন নেভাতে ছুটে আসে। কিন্তু বাড়িটির দুটি দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। দমকল বাহিনীর কর্মীরা বাড়িতে ঢুকে চারজনকে মৃত অবস্থায় পায়। এ সময় নারীটি তার শিশুকন্যাকে জড়িয়ে ধরে ছিল।
×