ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্রান্সে এবার ড্রোন ধরতে ঈগলের প্রশিক্ষণ

প্রকাশিত: ১৯:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ফ্রান্সে এবার ড্রোন ধরতে ঈগলের প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক॥ সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছে গেছে ড্রোন। এই অবস্থায় ড্রোন ধরতে অভিনব কৌশল নিল ফ্রান্স। চারটি ঈগলকে প্রশিক্ষণ দিয়ে তাদের ড্রোন ধরার কাজে ব্যবহার করা হবে। ইতিমধ্যে একটি ঈগলকে দিয়ে ড্রোন ধরার পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই ঈগল। ২০ সেকেন্ডে ২০০ মিটার উড়তে সক্ষম হয়েছে ঈগলটি। এরপর ড্রোনটিকে বড় সবুজ ঘাসে নামিয়েছে। প্রশিক্ষণের দায়িত্বে থাকা ফ্রান্স সেনাবাহিনীর এক জওয়ান জানিয়েছেন, ‘ঈগলগুলো ভাল উন্নতি করছে। ’ ২০১৫ সাল থেকেই ড্রোন নিয়ে উদ্বিগ্ন ফ্রান্স। জঙ্গিদের পাঠানো ড্রোন সেবার উড়ে গিয়েছিল প্রেসিডেন্টের আবাসনের ওপর দিয়ে। আছড়ে পড়েছিল সেনা ছাউনিতে। কেউ হতাহত হয়নি। তবে এরপর দু’বার সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে প্যারিস। ড্রোন নামাতে ঈগল ব্যবহার করা হচ্ছে কেন? গোয়েন্দারা বলছেন, গুলি করে ড্রোন নামানো বিপজ্জনক হতে পারে। বিশেষ করে জনবহুল জায়গায়। এই অবস্থায় ঈগল দিয়ে তা অনেক দূরে কোনও ফাঁকা জায়গায় টেনে নিয়ে যেতে পারলে তা নিষ্ক্রিয় করতে সুবিধা হবে। সূত্র: আজকাল
×