ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলের এএসপি ও ওসিকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০৪:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বাউফলের এএসপি ও ওসিকে হাইকোর্টে তলব

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ ফেব্রয়ারি ॥ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আযম খান ফারুকীকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, বাউফলের কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামের শামসুল হকের ছেলে ও ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান বিজয়কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ১২ ফেব্রুয়ারি বাউফল থানার দারোগা ফেরদৌসের নেতৃত্বে পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং রাত সাড়ে ১২টার দিকে বিজয়কে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম থানা হাজত থেকে বের করে ওসির রুমে নিয়ে নির্যাতন করেন। রাত দেড়টা পর্যন্ত দফায় দফায় তার ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় বিজয়ের মা জোসনা বেগম ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করলে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ কিসলুর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও ওসি আযম খান ফারুকীকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে। গত ১৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় এবং ওই সংবাদের কপি শুনানির দিন আদালতের নজরে নেয়া হয়। নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান মালিককে অপহরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর পার্শ্ববর্তী উপজেলা পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আলীক্ষ্যং এলাকার বাসিন্দা লাল মিয়ার পুত্র রাবার বাগান মালিক আবুল বাশারকে অস্ত্রের মুখে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে আলীক্ষ্যং মিরঝিরি এলাকার বসতগৃহ থেকে তাকে অপহরণ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাবার বাগান মালিক আবুল বাশারকে অস্ত্রের মুখে অপহরণ করে মুঠোফোনে অপহৃতের ভাইয়ের কাছে মুক্তিপণ দাবি করছে। তার বড় ভাই বাদল বলেন, আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় মুখোশ পরা ৫-৬ সন্ত্রাসী ছিল। সদ্য জামিনে মুক্ত জামায়াত নেতা বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান তোফায়েলের ইন্ধনে অস্ত্রধারী আরাকান বিদ্রোহী গ্রুপের (আরএসও) ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
×