ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নওগাঁয় ২, টাঙ্গাইলে পলিটেকনিক ছাত্র, মৌলভীবাজারে ইউপি সদস্য, গাইবান্ধায় শিশু ও বরিশালে চালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুরে বিয়ের বাস ও একটি ট্রাক্টরের পৃথক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আত্রাই নদীর বেইলি ব্রিজের ওপর দিয়ে বিয়ের বরযাত্রীবাহী বাস পাড় হওয়ার সময় রেলিংয়ের ধাক্কা খেয়ে বাসের ছাদে থাকা উজ্জ্বল পাহান (১৬) নিহত হয়েছে। অপরদিকে এ দিন সন্ধ্যা ৬টার সময় বালু বোঝাই একটি ট্রাক্টর উপজেলার মহিষবাথান বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাশেদুল ইসলাম (১৬) নিহত হয়েছে। টাঙ্গাইল ॥ ট্রাক চাপায় পলিটেকনিক কলেজের প্রথমবর্ষের ছাত্র সুভ্রত (১৫) নিহত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার বারচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ক্লাস শেষ করে সুভ্রত বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিল। এ সময় সদর উপজেলার বারচান্দা গ্রামে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। মৌলভীবাজার ॥ জুড়ি উপজেলার মানিকসিংহ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তালিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু (৩৫)। শনিবার রাত সোয়া ১০টার দিকে জুড়ি উপজেলার মানিকসিংহ এলাকায় একটি পিকাপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। গাইবান্ধা ॥ গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন আদর্শপাড়ায় রবিবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত (৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। প্রান্ত আদর্শপাড়ার এলাকার প্রদীপ কুমারের ছেলে এবং আব্দুল হাই স্কুলের প্লে গ্রুপের ছাত্র। পুলিশ জানায়, স্কুল ছুটির পর প্রান্ত বাড়িতে আসছিল। পথে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর নামক এলাকায় রবিবার দুপুরে মাইক্রোবাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক আব্দুর রহিম (৪৫) নিহত এবং তিন যাত্রী আহত হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×