ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তনুর ঘাতকরা ১১ মাসেও চিহ্নিত হয়নি

প্রকাশিত: ০৫:২৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

তনুর ঘাতকরা ১১ মাসেও চিহ্নিত হয়নি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকা-ের ১১ মাস পেরিয়ে গেলেও ঘাতকরা এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। হত্যাকা-ের পর বিচার দাবিতে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তা এখন স্তিমিত হয়ে পড়েছে। এদিকে মামলার তদন্ত কার্যক্রম এবং মামলার ভবিষ্যত নিয়ে হতাশা প্রকাশ করেছেন তনুর মা আনোয়ারা বেগম। কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। ঘটনার পর ঘাতকদের বিচারের দাবিতে বিভিন্ন মহলসহ দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠলেও ধীরে ধীরে সবই থেমে গেছে। তনুর লাশের দুই দফা ময়নাতদন্ত, মামলার তদন্তকারী সংস্থা/কর্মকর্তা পরিবর্তন হলেও এ পর্যন্ত আলোর মুখ দেখেনি তনু হত্যা মামলা। তনুর মা আনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে হত্যার বিচার চেয়ে সিআইডির দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি, জানি না বিচার পাব কিনা। সিআইডি কর্মকর্তারা শুধুই বলছেন, তনু হত্যাকা-ের রহস্য উন্মোচন হবে এবং ঘাতকরা শাস্তি পাবে। কিন্তু এ পর্যন্ত বিচার পাব এমন কোন পদক্ষেপ তারা দেখাতে পারেননি।
×