ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বরিশাল-পটুয়াখালী বরগুনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৭:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

বরিশাল-পটুয়াখালী বরগুনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

বাংলানিউজ ॥ বরিশাল-পটুয়াখালী-বরগুনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। তিনি জানান, ধর্মঘট প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে আগের নিয়মে বাস চালানোর জন্য চালক ও শ্রমিকদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও জানান, বিভাগীয় কমিশনারের নির্দেশে রাতে বরগুনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেলে যাত্রীবহন নিয়ে মালিক সমিতির অভিযোগে খতিয়ে দেখবে।
×