ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬ সাংবাদিক আটক আইভরিকোস্টে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ

প্রকাশিত: ০৬:১০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

৬ সাংবাদিক আটক আইভরিকোস্টে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ

আইভরিকোস্টে নিরাপত্তা বাহিনীর বিদ্রোহ নিয়ে ‘মিথ্যা তথ্য প্রচার করার’ অভিযোগে তিন গণমাধ্যম মালিকসহ ছয় সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পত্রিকা ও সরকারের কৌঁসুলি একথা জানিয়েছে। খবর এএফপির। আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এলিট ফোর্সের সদস্যরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা আদিয়াকে শহরের সেনা ব্যারাকে আকাশের দিকে গুলি ছোঁড়ে। এর প্রেক্ষিতেই সাংবাদিকরা এই সংবাদটি প্রকাশ করে। দৈনিক এল’ইন্তা ও দৈনিক সোইরইনফো পত্রিকার সম্পাদক ও মালিককে গ্রেফতার করে পুলিশের একটি শিবিরে আটকে রাখা হয়েছে। তাদের সঙ্গে বিরোধী মতাদর্শের দুটি পত্রিকা লে টেম্পলস ও নোতরে ভোইর সম্পাদক ও মালিকদেরও আটক করা হয়েছে।
×