ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক শো শুরু হচ্ছে বুধবার

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক শো শুরু হচ্ছে বুধবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় ১১তম ইন্টারন্যাশনাল ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক শো-২০১৭ শুরু হচ্ছে আগামী বুধবার। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সিটিতে এর উদ্বোধন করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বলা হয়, প্রথমবারের মতো ঢাকায় চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশে এ প্রদর্শনী হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের প্রদর্শনীতে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের প্রায় ১৮০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়া সর্বপ্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন এ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ এ্যাপারেল পণ্যের প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। করিম জুট মিলের বিএমআরই শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ অত্যাধুনিক প্রযুক্তির ২৪টি নতুন র‌্যাপিয়ার লুম নিয়ে বিএমআরই কার্যক্রম শুরু করেছে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন করিম জুট মিল। গত রবিবার রাজধানীর ডেমরায় মিলটির অবকাঠামো, যন্ত্রপাতি ও কর্মপরিবেশের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি জানান, পাট দিয়ে শীঘ্রই উন্নতমানের জিন্স কাপড় উৎপাদন শুরু করতে যাচ্ছে বিজেএমসি। নতুনভাবে স্থাপন করা ২৪টি মেশিনের মাধ্যমে প্রতি মাসে ১০০ টন উন্নতমানের চট উৎপাদন সম্ভব হবে বলেও জানান তিনি।
×