ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছন্নছাড়া মোহামেডানের পাশে সাবেকরা

প্রকাশিত: ০৫:২০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ছন্নছাড়া মোহামেডানের পাশে সাবেকরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর হচ্ছে প্রিমিয়ার ফুটবল লীগ। আর দেশের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী দুটি ফুটবল ক্লাবের একটি হচ্ছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। পাকিস্তান আমলে সাতবার এবং বাংলাদেশ আমলে ১২ বার লীগ জিতেছে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’রা। অথচ বিস্ময়কর ব্যাপারÑ তারা সর্বশেষ লীগ চ্যাম্পিয়ন হয়েছিল ১৫ বছর আগে, ২০০২ সালে! এর চেয়েও বিস্ময়কর হচ্ছে সর্বশেষ লীগে তারা অল্পের জন্য রেলিগেশন এড়ায়। ১২ দলের মধ্যে হয় দশম। দলের এই অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে সোমবার মতিঝিলে অবস্থিত মোহামেডান ক্লাবের বোর্ডরুমে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মোহামেডানের স্থায়ী ও বর্তমান সদস্যরা। এছাড়াও ছিলেন মোহামেডানের হয়ে খেলা একাধিক সাবেক তারকা ফুটবলারও। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেনÑ মোহামেডানের গবর্নিং বডির সাবেক সাধারণ সম্পাদক মুনিরুল হক চৌধুরী, খেলোয়াড় আব্দুস সালাম মুর্শেদী, বাদল রায়, ইলিয়াস হোসেন এবং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া প্রমুখ।
×