ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টারকেও হারাল জুভেন্টাস

প্রকাশিত: ০৫:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ইন্টারকেও হারাল জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে জুভেন্টাস। রবিবার জুয়ান কুয়াদ্রাদোর একমাত্র গোলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে দারুণ ছন্দে থাকা ইন্টার মিলানকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। রবিবার রাতে জুভেন্টাস নিজেদের মাঠে আতিথ্য দেয় শক্তিশালী ইন্টার মিলানকে। দুই দলই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে। অবশেষে ম্যাচের ৪৫ মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। ইন্টারের ডিফেন্ডাররা কর্নার পুরোপুরি বিপদমুক্ত করে রাখতে পারেনি। ২৫ গজ দূর থেকে বল পেয়ে যান কুয়াদ্রাদো। কলম্বিয়ার এই মিডফিল্ডারের জোরালো ভলি চোখের পলকে ঠিকানা খুঁজে পায়। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। এর ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দলটি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৪ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইভান পেরিসিচকে। যে কারণে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা ইন্টার মিলানের হতাশাটা আরও বেড়ে যায়।’ সিরি’এ লীগে টানা সাত ম্যাচ জিতে জুভেন্টাসের বিপক্ষে মিশন শুরু করেছিল ইন্টার। এমন পরিস্থিতিতে তাদের বিপক্ষে জিততে পেরে সন্তুষ্ট জুভেন্টাস। এ বিষয়ে ক্লাবটির অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, ‘অসাধারণ একটি ম্যাচ। এই ম্যাচ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি।’ বর্তমানে দারুণ ছন্দে থাকলেও মৌসুমের শুরুটা কিন্তু খুব সুবিধে করতে পারেনি তারা। আর এজন্যই নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছেন জুভাদের কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘এটাই আমাদের সৌভাগ্য যে ইন্টার মিলান মৌসুমের শুরুটা খুব ধীরগতিতে করেছিল। অন্যথায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা আমাদের ধরেই ফেলতে পারত।’ ইতালিয়ান সিরি’এ লীগে চলতি মৌসুমের প্রথম ২২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তাদের পরেই অবস্থান করছে নেপোলি। ২৩ ম্যাচ থেকে তাদের দখলে ৪৮ পয়েন্ট। নেপোলির সমান ২৩ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্টার। রোববার জুভেন্টাস ছাড়াও জয়ের দেখা পেয়েছে সাম্পদোরিয়া, ল্যাযিও, এ্যাটালান্টা, সাসাওলো এবং পালের্মো। সাম্পদোরিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানও। এছাড়া ল্যাযিও ৬-২ গোলে পেসকারাকে, এ্যাটালান্টা ২-০ ব্যবধানে ক্যালিয়ারিকে, সাসাওলো ১-০ গোলে জেনোয়াকে এবং পালের্মো একই ব্যবধানে পরাজিত করে ক্রোটনকে। তবে এম্পলি-তোরিনোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
×