ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বসতি গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে তেলআবিবে আরব ও ইহুদীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

বসতি গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে তেলআবিবে আরব ও ইহুদীদের বিক্ষোভ

আবরবসতি গুঁড়িয়ে দেয়া বন্ধের দাবিতে শনিবার রাতে তেলআবিবের মধ্যাঞ্চলে ইসরাইলের আরব ও ইহুদীরা একসঙ্গে মিছিল করেছে। অনুমোদন দেয়া হয় না বলেই বিনা অনুমতিতে আরবরা ওইসব বসতি নির্মাণ করেছিল। খবর এএফপির। প্রায় এক হাজার বিক্ষোভকারী মিছিলে অংশ নেয়। এদের অনেকে হিব্রু ও আরবিতে ‘ইহুদী ও আরবরা ঐক্যবদ্ধ রয়েছে’ লেখা প্ল্যাকার্ড বহন করে। ইসরাইলের বিরোধী দলীয় বামপন্থী মেরেৎজ পার্টি ও প্রধানত আরব পার্টিগুলোর জোট জয়েন্ট লিস্টের আইনপ্রণেতারা মিছিলটির নেতৃত্ব দেয়। ইসরাইলী আরবরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইহুদী বসতি স্থাপনকারীদের ক্ষোভ প্রশমন করতে অনুমোদনহীন আরব বসতির ওপর ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। দখলকৃত পশ্চিম তীরের এ্যামোনা ওয়াইল্ডক্যাট আউটপোস্টের বিরুদ্ধে একটি উচ্ছেদ আদেশের প্রেক্ষিতে ইহুদীরা বিক্ষুব্ধ হয়।
×