ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলিদের সতর্ক করলেন শচীন

প্রকাশিত: ০৫:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

কোহলিদের সতর্ক করলেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটি ঘিরে টাইগার ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। তবে ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়া সিরিজ নিয়েই যে বেশি আগ্রহ, গ্রেট শচীন টেন্ডুলকরের কথায় সেটি স্পষ্ট। বিরাট কোহলির নেতৃত্বে ভারত কার্যত উড়ছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তারা। ঘরের মাটিতে টানা তিন সিরিজে অপরাজিত। অন্যদিকে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। তবু অসিদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন শচীন। আর সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, স্মিথদের জন্য এটা হবে সাম্প্রতিককালের সবচেয়ে কঠিন সফর। ২৩ ফেব্রুয়ারি পুনেতে প্রথম ম্যাচ দিয়ে শুরু শক্তিধর দুই দলের চার টেস্টের এই সিরিজ। সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকর বলেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। যে কোন কন্ডিশনে তারা ভাল খেলার সমর্থ্য রাখে। অসিদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ নেই।’ ভারত এখন দেশের মাটিতে সবচেয়ে ভয়ঙ্কর। শেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ৩-০তে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জিতে নেয় টিম-ইন্ডিয়া। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও সাফল্য পেয়েছে ভারত। প্রমাণ মাঝে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়। তবু কোহলিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে রেকর্ড ১ শ’ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বলেন, ‘এটা ঠিক ভারত টেস্টে ভাল করছে। তাই বলে এই কন্ডিশনে অস্ট্রেলিয়া কম শক্তিশালীÑ এমনটা ভাবার কারণ নেই। তারা অনেক শক্তিশালী। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও, পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্মিথের দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।’ তবে ফর্ম ধরে রাখতে পারলে ভারতই যে এগিয়ে থাকবে সেটিও জানিয়েছেন শচীন, ‘এতে কোন সন্দেহ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য নিজেদের ভালভাবেই প্রস্তুত করবে ভারত এবং মাঠেই সেরাটা দেবে। শেষ দুই সিরিজের মতো পারফর্মেন্স করতে পারলে অসিদের বিপক্ষেও সিরিজ জিতবে ভারত।’ অন্যদিকে ভারত সফরে অস্ট্রেলিয়াকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বলে মনে করছেন পন্টিং। সাবেক অসি সেনাপতি বলেন, ‘আমি মনে করি ভারত সফরটি অস্ট্রেলিয়ার জন্য বেশ কঠিন হবে। প্রতিটি দল সেখানে গিয়ে ধুঁকতে থাকে। সফরকারী দলগুলোর জন্য ভারতীয় কন্ডিশন আর উইকেট সত্যিই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আগের থেকেও এখন বেশি করে উইকেটগুলো স্বাগতিকদের পছন্দ মতো স্পিনবান্ধব করে তৈরি করা হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘উপমহাদেশের উইকেটগুলো তাদের জন্যই শ্রেয়। লক্ষ্য করে দেখবেন শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়াকে ধুঁকতে হয়েছিল। ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিল অসিরা। বর্তমানে ভারত এক নম্বর দল। তাদের মাটিতে আরও বেশি ধুঁকতে হবে ছেলেদের।’ র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকলেও টেস্টে কুলিন অসিরা খুব একটা স্বস্তিতে নেই। শ্রীলঙ্কা সফরে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর নিজেদের মটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১এ সিরিজ হারে স্মিথের দল। আসন্ন ভারত সফর তরুণ দলটির জন্য অনেক কিছু শেখার বলেও মনে করেন পন্টিং।
×