ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

যৌতুকের  জন্য স্ত্রীকে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ ফেব্রুয়ারি ॥ যৌতুকের জন্য স্ত্রী তানিয়া খাতুনকে শ^াসরোধে হত্যাচেষ্টা করেছে পাষ- স্বামী। গুরুতর আহত তানিয়া খাতুনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে সুজানগর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নির্যাতিত গৃহবধূর স্বজনরা জানান, নয় বছর আগে আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের মৃত আরশেদ আলীর মেয়ে তানিয়ার সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী সুজানগর উপজেলার রায়পুর গ্রামের হবি শেখের ছেলে সেলিম শেখের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তানিয়াকে চাপ দিয়ে আসছিল সেলিম। একাধিকবার তার দাবি পূরণের পরও সেলিম পুনরায় যৌতুকের দাবি করে। তানিয়ার পরিবার দাবি পূরণ না করায় মঙ্গলবার রাতে পেটের ওপর বসে গলাটিপে স্ত্রীকে হত্যার চেষ্টা চালায় সেলিম। এ সময় তানিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় সেলিম। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় গৃহবধূ তানিয়া খাতুনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পাবনা ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোক্তার হোসেন জানান, ভুক্তভোগীকে গলাটিপে শ^াসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে।
×