ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের টিপিপি বাতিলে উপকৃত হবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের টিপিপি বাতিলে উপকৃত হবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর বাণিজ্য অংশীদারিত্ব চুক্তি (টিপিপি) থেকে বের হয়ে আসায় বাংলাদেশ উপকৃত হবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও বাংলাদেশের ব্যবসায়ী মহল। তাদের মতে, এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে আর অসম বাণিজ্য প্রতিযোগিতায় পড়তে হবে না বাংলাদেশকে। সেই সঙ্গে মার্কিন বাজারে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের অনেক নীতি-কৌশল পরিবর্তন ও বাতিলের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাস্পের এসব ব্যক্তব্যকে অনেকে নির্বাচনী চাল হিসেবে দেখলেও ক্ষমতাগ্রহণের পর পরই বাতিল করেন ওবামার স্বাস্থ্যনীতি। আর শুরু থেকেই পণ্য আমদানিতে কঠোরতা আরোপ করে আসা ট্রাম্প, গত মঙ্গলবার বাতিল করেন বহুল আলোচিত টিপিপি চুক্তি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত, বিশ্ববাজারে বাংলাদেশের বাণিজ্যকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন দেশের ব্যবসায়ীরা। ক্যাম্পাসে ক্যাম্পাসে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক স্থানীয় ও আন্তর্জাতিক মানের সবচেয়ে বড় ডিজিটাল লাইব্রেরি এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক এ্যাপটি শিক্ষার্থীদের মাঝে পরিচিত করে তুলতে দেশজুড়ে ১০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেন শুরু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেনটি চলবে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ক্যাম্পেনের আওতায় ১০টি বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, যে বিশ্ববিদ্যালয় যত বেশি এ্যাপ ডাউনলোড করবে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারিত হবে। এরপর ক্যাম্পেনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে কনসার্ট আয়োজনের জন্য প্রতিযোগিতা করবে। ক্যাম্পেন শেষে মিউজিক এ্যাপ ব্যবহারের সংখ্যার ভিত্তিতে শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে এয়ারটেল-ইয়ন্ডার কনসার্ট। -বিজ্ঞপ্তি
×