ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাসড়কে ক্ষুদ্র যান চলাচল নিষিদ্ধ হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ জানুয়ারি ২০১৭

মহাসড়কে ক্ষুদ্র যান চলাচল নিষিদ্ধ হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ রাস্তায় অবৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইক ও ক্ষুদ্র যানবাহন চলাচলের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেখানেই এসব ইজিবাইক, নসিমন, করিমন, সেখানেই হচ্ছে দুর্ঘটনা। এটা একেকটা মরণফাঁদে পরিণত হয়েছে। আমরা জেনেশুনে দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তাই মহাসড়কে এসব ক্ষুদ্র যানবাহন চলতে পারে না, পারবে না। সরকারী দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, দেশের বিভিন্নস্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও ক্ষুদ্র যানবাহন অবৈধভাবে চলাচল করে। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহন মটরযান নয় বলে বিআরটিএ থেকে কোন রেজিস্ট্রেশন দেয়া হয় না। তাই আইন প্রয়োগকারী সংস্থা এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। সরকারী দলের সাইমুন সরওয়ার কোমলের সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব ব্যাটারি অবৈধ যানবাহনের কারণে দেশে বিপুল পরিমাণ বিদ্যুত অপচয় হচ্ছে। আর এটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেন কাগজের গাড়ি। একটু টোকা দিলেই চালক-যাত্রীরা সব মারা যাচ্ছে। যেখানেই ইজিবাইক-নসিমন সেখানেই দুর্ঘটনা ঘটছে। আর জীবন থেকে জীবিকা কখনও বড় হতে পারে না। দেশের মানুষের নিরাপত্তা বিধানই সর্বাগ্রে আমাদের দেখতে হবে। এছাড়া মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। তাই হাইওয়েতে আমরা এসব অবৈধ যানবাহন চলতে দিতে পারি না। জাসদের বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশে ব্যাটারিচালিত ইজিবাইক এবং ক্ষুদ্র যানবাহন মোটরযানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত নয় বলে এসব নিয়ন্ত্রণে বিআরটিএ’র কোন সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ২০১৫ সালের ১ আগস্ট থেকে সড়ক নিরাপত্তা বিধানে সকল জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিক্সা/ অটোটেম্পো এবং সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি হাইকোর্ট বিভাগ একই নির্দেশনা প্রদান করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করতে পারেন।
×